আল-হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

আলহামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। এতে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শওকত আজম খাজা। বিশেষ অতিথি ছিলেন আল হিকমাহ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ড. শোয়াইব রশীদ মক্কী, প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মুহাম্মদ ইমরানুল হক রিয়াদী, তাওহীদুল উম্মাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আলহামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধনিজেদের দিনে বাংলাদেশ যে কোন দলকে হারাতে পারে : স্যান্টনার