আল–হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল–হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। এতে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শওকত আজম খাজা। বিশেষ অতিথি ছিলেন আল হিকমাহ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ড. শোয়াইব রশীদ মক্কী, প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মুহাম্মদ ইমরানুল হক রিয়াদী, তাওহীদুল উম্মাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আল–হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।