আল মিম্বার ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

আল মিম্বার ফাউন্ডেশনের ফাউন্ডেশনের ওরিয়েন্টেশন এন্ড সেলিব্রেশন প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব পঙ্গু রোগীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ সভাপতি মুফতি শুয়াইব নোকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য ও সমাজ কল্যান সম্পাদক জামসেদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ। প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন সামছুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দীন। তিনি বলেন, মিম্বারে যারা থাকেন তারা যেন হকের কথা বলতে পারে সে জন্য তাদেরকে স্বাবলম্বী হতে হবে। আমরা সমাজের গরিব, অসহায় এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো জন্যই কাজ করে যাচ্ছি। আল মিম্বার ফাউন্ডেশনের সম্পর্কে স্লাইড প্রেজেন্টেশন করেন ফাউন্ডেশনের সভাপতি চিকিৎসক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মো. আবুল কালাম আজাদ, মুফতি দেলোয়ার হোসেন, এম এ হাশেম আকাশ, মোবারক হোসেন ভূঁইয়া, া আরজু হোসেন সাব্বির, অ্যাডভোকেট সাইফুল ইসলাম জামি, আমির হোসেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সদস্যদের কে ক্রেস্ট প্রদান করা হয়। একে এক জন পঙ্গু রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ ইকরাম, আব্দুল কাদের মোল্লা, মো. হানিফ ইসলাম, মো. নাহিদুল কাউছার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধতরিকত চর্চার মাধ্যমেই শান্তি ও মুক্তি নিশ্চিত