অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- ইসলামী শরিয়ায় হজ্বব্রত পালন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এতদসংক্রান্ত প্রাথমিক যে বিষয়টির আবশ্যকীয়তা রয়েছে, তা হলো প্রাক নিবন্ধন সম্পন্ন করা।
এক্ষেত্রে অনেকেরই পূর্ব অভিজ্ঞতা না থাকায় বঞ্চিত হয় হজ্জব্রত পালনের মত সূবর্ণ সুযোগ থেকে। কারণ এক্ষেত্রে পূর্বের নিয়ম-কানুন, প্রক্রিয়া- পদ্ধতিরও অবলুপ্তি ঘটেছে। গত শনিবার আল মাবরুর হজ্ব ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিঃ এর অধীনে ইতোপূর্বে হজ্বব্রত পালনকারী মরহুম হাজীদের ইছালে সাওয়াবসহ হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। আল মাবরুর হজ্ব কাফেলার চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, এডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান, আল্লামা হাফেজ সালামত উল্লাহ, অধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মহিউদ্দিন, ড. শেখ বখতিয়ার উদ্দীন। মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন- কাফেলার পরিচালক মোহাম্মদ আক্কাস উদ্দীন খোন্দকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুস সবুর খান, এস এম আব্দুল করিম তারেক, মাওলানা মোহাম্মদ মুছা, মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, মাওলানা ওয়াহেদ মুরাদ, আল্লামা মুফতি হেলাল উদ্দীন আলকাদেরী, মাওলানা রিয়াজ মাহমুদ, এ এস এম কাউসার, অধ্যক্ষ মাওলানা জানে আলম নিজামী, মাওলানা বোরহান উদ্দিন শামসী, আল্লামা ছালেহ আহমদ আনসারী, কমিশনার শেখ জাফরুল হায়দার সবুজ, মোহাম্মদ এরশাদুল্লাহ, কফিল উদ্দীন রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।