আল মাবরুর ট্রাস্টের ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ২৪ সেপ্টেম্বর আল মাবরুর মিলনায়য়তনে চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত’র কেন্দ্রীয় কো–চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, পরিচালক মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার। অতিথি ছিলেন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মুহাম্মদ আবুল কালাম আজাদ, ডা. হাসমত আলী তাহেরী, হাফেজ মাওলানা আবদুল গাফ্ফার, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা লিয়াকত আলী, এম ইলিয়াস খান ইমু, মাওলানা মঈনউদ্দীন সঞ্জরী, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা মুহাম্মদ ইসমাইল। প্রেস বিজ্ঞপ্তি।