আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপহার প্রদান

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ২০০ প্যাকেট খেজুর প্রদান করা হয়েছে। এ উপলক্ষে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অািতথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অতিথি ছিলেন আল-মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন জমির উদ্দিন। অনুষ্ঠানে আল-মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। উপাচার্য ফাউন্ডেশনের চেয়ারম্যানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি লোগো উপহার দেন। উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য খেজুর প্রদান করায় তাঁদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আল-মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সারা বাংলাদেশে করোনাকালীন সময়ে যেভাবে জনগণের পাশে থেকে সাধারণ মানুষের দুর্দাশায় এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। তাঁদের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষকবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, আল-মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, চবি একুশ ব্যাচের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধলড়তে হবে জেলেনস্কির মতো ভোট বর্জন প্রসঙ্গে সিইসি