মাদ্রাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কোরআন–সুন্নাহর পরিপূর্ণ অনুসরণের শিক্ষা দিতে হবে। যা শিক্ষার্থীদেরকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে মানবীয় গুণাবলীকে বিকশিত করার মাধ্যমে দেশ ও জাতির দক্ষ মানব সম্পদে পরিণত করবে। গতকাল শুক্রবার ফটিকছড়ি দাঁতমারায় আল–ফজল মুনিরী গাউছুল আজম তাহফিজুল কোরআন মাদরাসার সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত সালানা জলসায় বক্তারা এসব কথা বলেন।
মাদরাসা পরিচালনা পর্ষদ সভাপতি ও নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুহাম্মদ নুর খাঁন। মাওলানা কাজী গোলামুর রহমান, গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক অলি আহাদ চৌধুরী, মোহাম্মদ শামসুদ্দীন হাসান, মাওলানা শফিউল ইসলাম, মাওলানা আলীম উদ্দিন, মাওলানা মুছা রহমানী, তাজুল ইসলাম সওদাগর প্রমুখ। সালানা জলসায় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দিন, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রেস বিজ্ঞপ্তি।