আল-জাবের ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়াস্থ আলজাবের ইনস্টিপটিউটের বার্ষিক ক্রীড়া ও মেধা প্রতিযোগিতা গত শনিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন বাচ্চু এমপি। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হকের সভাপতিত্বে উপঅধ্যক্ষ খায়ের আহাম্মদ ও সিনিয়র শিক্ষিকা নার্গিস বেগমের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফুর রহমান। স্কুল পরিচালনা পর্ষদের সদস্য তাজউদ্দিন তাজু, মো. ইসকান্দর মির্জা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সব মানুষকে মহান আল্লাহতায়ালা কোন না কোন প্রতিভা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই সকল শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ খুবই জরুরি। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ তাঁর স্বাগত বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের এবারের শিকার ইস্পাহানি
পরবর্তী নিবন্ধস্কুল ছাত্রীদের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী