উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়াস্থ আল–জাবের ইনষ্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও মেধা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, আঞ্চলিক উপ–পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল। ইঞ্জিনিয়ার মোমিনুল হকের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপ্যাল খায়ের আহম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ তাহের, সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, মো. আরিফুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, পাচলাইশ। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য ইস্কান্দর মীর্জা, শাহজাদা রহমান,ইঞ্জিঃ আবদুল মালেক, ফারুকী আজম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।