বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সমপ্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি গ্রহণযোগ্য কিনা, সে বিষয়ে ছয় অ্যামিচি কিউরির বক্তব্য শুনেছে হাই কোর্ট। তাদের মধ্যে পাঁচ আইনজীবীর বক্তব্যের সারমর্ম হচ্ছে, ওই রিট আবেদন গ্রহণযোগ্য নয়। আর অন্যজন বলেছেন, আদালত চাইলে এ বিষয়ে আদেশ দিতে পারে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার এ বিষয়ে ছয় আইনজীবীর বক্তব্য শোনে। ওই রিট আবেদনটি গ্রহণযোগ্য কিনা এবং আরজি অনুযায়ী আদালত একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের সমপ্রচার বন্ধের নির্দেশ দিতে পারে কিনা, এ বিষয়ে অ্যামিচি কিউরি হিসেবে তাদের মতামত চেয়েছিল হাই কোর্ট। খবর বিডিনিউজের। সুপ্রিম কোর্টের আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও শাহদীন মালিক যে মত দিয়েছেন, তার মোদ্দা কথা হল ওই রিট আবেদন চলতে পারে না। অন্যদিকে আব্দুল মতিন খসরু ভিন্নমত দিয়েছেন।
পাঁচ আইনজীবী বলেছেন, ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত তথ্যচিত্রটির বিষয়ে সরকারের ‘নিস্ক্রিয়তা’ আবেদনকারীকে কীভাবে সংক্ষুব্ধ করেছে এবং নির্বাহী বিভাগ প্রচলিত আইন অনুযায়ী এ বিষয়ে দায়িত্ব পালনে কোথায় ‘ব্যর্থ’ হয়েছে, রিট আবেদনে তা দেখাতে পারেননি আবেদনকারী। তাছাড়া আবেদনকারী আদালতে আসার আগে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে কোনো আবেদন (উকিল নোটিস) করেননি। প্রতিকার চেয়ে যদি তিনি তা না পেতেন, তাহলে রিট আবেদনটির গ্রহণযোগ্যতার একটি যৌক্তিক কারণ থাকতে পারত। কিন্তু এ আবেদনের ক্ষেত্রে তা বলা যাচ্ছে না। ফলে রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার ‘যৌক্তিকতা নেই’ এবং রিটটি ‘গ্রহণযোগ্য নয়’ বলে মনে করছেন পাঁচজন জ্যেষ্ঠ আইনজীবী।
অপর অ্যামিকাস কিউরি আব্দুল মতিন খসরু রিট আবেদনটির গ্রহযোগ্যতার বিষয়ে মত না দিলেও বলেছেন, যেহেতু এ তথ্যচিত্রটি প্রচারের মাধ্যমে একটা ‘আঘাত’ এসেছে, আদালত চাইলে এ বিষয়ে আদেশ দিতে পারে। তিনি বলেছেন, এ বিষয়ে বিবাদীদের নিস্ক্রিয়তা রিট আবেদনকারীকে সংক্ষুব্ধ করেছে। তাছাড়া এ বিষয়ে আইনি প্রতিকার চাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে তার। সে কারণে তিনি আবেদনটি করেছেন। ছয় আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত আগামী বুধবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিনের বক্তব্য শুনতে চেয়েছে। ওই দিনই রিট আবেদনটির গ্রহণযোগ্যতা প্রশ্নে আদেশ হতে পারে।