মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মুসলমানদের আলোকিত ভবিষ্যত ও শান্তি–সম্প্রীতির একমাত্র পথ হচ্ছে কুরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা। আলকুরআনই হচ্ছে মানবজাতির জন্য হিদায়ত। আজ মুসলমানদের কুরআন অধ্যয়ন এবং কুরআন হাদিসের জ্ঞান চর্চায় অনীহা ও পশ্চাৎপদতা দৈনদশার মূল কারণ। তাই আল কুরআনের শাসনেই রয়েছে সকল ধর্মের মানুষের জন্য শান্তি ও নিরাপত্তার নিশ্চিত গ্যারান্টি এবং আলকুরআনের শাসনেই একমাত্র ইনসাফের রাজ কায়েম হবে।
তিনি গতকাল শুক্রবার বাঁশখালীর পশ্চিম পালেগ্রামে একতা সংঘের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা ময়দানে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গারাঙ্গিয়া দরবারের খলিফা পীরে কামেল শাহ মওলানা আহমদ নজীরের সভাপতিত্বে আরো তাফসীর করেন মাওলানা শাহ মুস্তাফিজুর রহমান, মাওলানা মুফতি হারুনুর রশিদ ও মাওলানা আরিফ বিন নজীর প্রমুখ। পরে মিলাদ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।–বিজ্ঞপ্তি।












