বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু এখন আল্লাহর কোরআন জেগে উঠেছে ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছে। আল কোরআনের পরিপূর্ণ বিজয় এখানে সাধিত করবো ইনশা আল্লাহ। কারণ এই জমিনে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। এই ময়দানে সুষ্ঠুভাবে আমরা তাদের গায়েবানা জানাজাও পড়তে পারিনি। আল্লাহতায়ালা অত্যন্ত মেহেরবানি করে সেই প্যারেড ময়দানে ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী আল্লাহর কোরআনের তাফসীর চলবে। এখানে যারা তাফসীর শোনার জন্য আসেন এই মাহফিলের মাধ্যমে প্রত্যেকে কোরআন প্রেমিক হবেন এবং ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হবেন। আল–কোরআনের আলোয় আবার আলোকিত হবে বীর চট্টলা।
প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে স্বেচ্ছাসেবক সম্মেলনে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, নগর জামায়াতে এসিস্ট্যান্ট সেক্রেটারি ও পরিষদের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম রনি। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, ডা. সিদ্দিকুর রহমান, পরিষদের সহকারি সেক্রেটারি শফিউল আলম ছোবাহানী, সাংগঠনিক সম্পাদক সেলিমুল্লাহ জ্জামান, কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোছাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী প্রমুখ।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, কোরআন বিরোধী শক্তি তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতাদান করে ছাড়বেন। প্রেস বিজ্ঞপ্তি।