আল আরাফাহ ইসলামী ব্যাংক দৃষ্টি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন

| সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শিক্ষার্থীদের ইংরেজি বিতর্কের প্রতি আগ্রহী করে তুলতে বিতর্ক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘গেইম অব লজিক’ শিরোনামে চট্টগ্রামের অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চট্টগ্রামের ১৮টি স্কুল অংশগ্রহণ করে। গতকাল রোববার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘এই সংসদ তৃণমূল পর্যায়ে খেলাধুলার অর্থায়নে প্রাধান্য দেবে’। এই বিষয় নিয়ে প্রতীকী সংসদে তর্ক যুদ্ধ শেষে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল। ফাইনালের সেরা বক্তা নির্বাচিত হয় ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সুরাইয়া আশফাক, টুর্নামেন্টের সেরা বক্তা ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের ইথিকা সাদেক চৌধুরী।

প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইন্টান্যাশনাল ব্যাংকিং) মুজিবুল কাদের।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, বিতর্ক সম্পাদক হোসাইন সামী ও অনুষ্ঠান সহ সমন্বয়কারী মাহাদী হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিতর্ক মানুষকে বিচক্ষণ করে। কারণ এখানে মানুষ একটি বিষয়ের শুধু যে পক্ষ বিপক্ষ আলোচনা করে তা নয়, বিষয়ের আদ্যোপান্তও বিশ্লেষণ করতে পারে।

এই ধরনের আয়োজন মানুষকে বুদ্ধিদীপ্ত মানুষে পরিণত করে। বিশেষ অতিথি মুজিবুল কাদের বলেন, চট্টগ্রামে ইংরেজি বিতর্ক চর্চায় দৃষ্টির অবদান অনস্বীকার্য। আমরা এই বিতর্ক প্রতিযোগিতার সাথে থাকতে পেরে আনন্দিত। এই বিতার্কিকরা হয়ত ভবিষ্যতে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ‘অনিন্দ্য আর্কেড’ প্রকল্পে বিক্রয়সেবা কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধকেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক পুনর্মিলনী