আল-আরাফাহ ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

আল আরাফাহ ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গ্রাহকদের মাঝে চারা বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক (এভিপি) মো. মাহবুবুর রহমান চৌধুরী। বৃক্ষে সমৃদ্ধ পরিবেশ ও প্রাণ প্রাচুর্যের বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে আল আরাফাহ ইসলামী ব্যাংক সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। আনোয়ারা শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন গড়ে তোলার লক্ষ্যে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের পাশাপাশি গ্রাহকদের মাঝে ৩ শতাধিক বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধআমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ, যা করতে হবে প্রবাসীদের