আল–আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম জোনাল অফিস ও ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে ফাইন্যান্সিয়াল লিটারেসি গ্রাহক ও সিএমএসএমই নতুন নারী উদ্যোক্তাদের লিটারেসি এবং বিনিয়োগ গ্রহণ প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শুক্রবার নগরীর স্যানমার টাওয়ারস্থ জোনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জোনাল হেড ও এসইভিপি মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদ আহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন, প্রধান কার্যালয়ের ইভিপি ও সিএমএআইডি–২ এর বিভাগীয় প্রধান মো. মনজুর হাসান। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জোনাল অফিসের ভিপি ও ডেপুটি হেড এ.এফ.এম ফয়সাল কবীর, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের হেড শেখ আসাদুল হল, ট্রেনিং এন্ড রিচার্স ইসস্টিটিউটের এভিপি এস.এম. জুলকার নাইন, জোনাল অফিসের এভিপি মো. গোলাম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। কর্মসূচিতে ব্যাংকের চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার ৪০ জন নারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।