আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকে গত ৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। তিনি বলেন, পেশাগত দক্ষতা, সততা ও শরীয়াহ্‌সম্মত কার্যক্রমে মনোযোগী হতে হবে। ক্যাশ কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার সকল নির্দেশনা মেনে চলার পাশাপাশি ক্যাশ লেনদেনে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছোট ও বড়দের জন্য ক্বণন’র আবৃত্তি শিক্ষণ কর্মশালা কাল
পরবর্তী নিবন্ধচবি ব্যবসায় প্রশাসন অনুষদের ২ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু আজ