আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের নতুন এমডি রাফাত উল্লা খান

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

মোঃ রাফাত উল্লা খান আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল ১৮ ডিসেম্বর আগামী ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। এ পদে যোগদানের পূর্র্বে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ রাফাত উল্লা খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং খাতে ৩১ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকে গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর প্রস্তুতি কমিটির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধআজ শিক্ষাবিদ মাস্টার আবদুল মোতালেবের স্মরণ সভা