আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা

| বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের (এআইবিএল) শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী এতে সভাপতিত্ব করেন । উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি এবং সিইও ফরমান আর চৌধুরী কর্পোরেট শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪৫তম বিসিএসে বাংলার লিখিত পরীক্ষা ৩০০ নম্বরে
পরবর্তী নিবন্ধপটিয়ায় তিন গরুসহ দুই পেশাদার চোর আটক