বায়েজিদ, জালালাবাদ কুলগাঁওস্থ আল আমিন হাশেমী দরবার শরীফে আল্লামা শাহ ছুফি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)’র ২০তম চন্দ্র বার্ষিক ওরশ মাহফিল গত রবিবার আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের সভাপতি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন পাকিস্তান থেকে আগত আল্লামা ড. মুহাম্মদ কাওকাব নূরানী উকাড়বী।
শাহজাদা আল্লামা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রামের আরবী প্রভাষক আল্লামা হাফেজ আনিসুজ্জমান আল কাদেরী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের কেন্দ্রীয় সেক্রেটারী মুহাম্মদ নাজমুল হাসান, সদস্য সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইন। উক্ত ওরশ শরীফের কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন মজিদ, খতমে বোখারী শরীফ ও আখেরী মুনাজাত । প্রেস বিজ্ঞপ্তি।