বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠানোর বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে একটি যোগসূত্র তৈরির কথা জানিয়েছেন সুফি মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে পিএইচপি ফ্যামিলি সবধরনের সহযোগিতা করবে। সঠিক আক্বিদায় পরিচালিত মাদ্রাসা থেকে মেধাবী ছাত্রদের আল আজহারে পাঠানোর উদ্যোগ নেব। যাতে দেশে এসে ইলামের মূল ও সঠিক ব্যাখ্যা দিতে পারেন। এজন্য সবাইকে একই ছাতার নিচে এসে কাজ করতে হবে। বিদেশি অর্থায়নে একটি মহল ঈদে মিলাদুন্নবীর (সা.) বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ করে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বলেন, যারা আল আজহারের সত্যিকারের আদর্শ নিয়ে দেশে এসেছেন তাদের দায়িত্ব হল অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
গত মঙ্গলবার নগরীর নাছিরাবাদ হাউজিংয়ের মহসিন ভিলায় মিলাদুন্নবী উদযাপন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও সোসাইটি অফ আল আজহার গ্রাজুয়েটস বাংলাদেশ শাখার সভাপতি সুফি মুহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন। পিএইচপি ফ্যামিলি ও সোসাইটি অফ আল-আজহার গ্রাজুয়েটস বাংলাদেশ শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার যেসব শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছেন তাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. জামাল ফারুক মাহমুদ। তিনি বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নিয়ে আপত্তি একেবারেই অযৌক্তিক। কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে এর বৈধতা প্রমাণিত। প্রায় ১১শ বছরের পুরনো আল আজহারে প্রতি বছর মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। ইসলামে স্বীকৃত চার মাজহাবের কোনো একটির অনুসারী না হলে আল আজহারে ভর্তির সুযোগ দেওয়া হয় না জানিয়ে তিনি বলেন, আজহারে কোরআন-সুন্নাহ ভিত্তিক শিক্ষা দেওয়া হয়। যারা মাজহাব মানে না তারা ইসলামের শত্রু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগ। আল্লামা কাজী মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী ও আল আজহার গ্রাজুয়েটদের পক্ষে ড. মুহাম্মদ কামালুদ্দীন আজহারী বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।