আল আকসায় আবারও ইসরায়েলি হামলা

| শনিবার , ১৯ জুন, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

ইসরায়েলি পুলিশ আবারও দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজের পর ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার একটি প্রতিবাদ মিছিলে চালানো হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হন। খবর বাংলানিউজের।
ইসলামের অবমাননার প্রতিবাদে এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। তবে মিছিল শুরুর আগেই বাব আল সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, গ্রেনেড ছোড়ে। এ সময় মিছিলের জন্য শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। কট্টরপন্থি ইসরায়েলিদের মিছিলের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বাধা ঠেলে মহাকাশ স্টেশনে থাকবেন চীনা তিন অভিযাত্রী
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতা পেলে রক্তের বন্যা বইবে : কাদের