দীর্ঘ ১৩ দিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঈদ–এ–মিলাদুন্নবী (দঃ) মাহফিল, রাহমতুল্লিল আলামীন সুন্নি কন্ফারেন্সসহ দ্বীনি মাহফিল সমাপ্ত করে কাল সোমবার চট্টগ্রাম ত্যাগ করবেন আওলাদে রাসুল (দ.) আল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ এবং শাহ্জাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম। গত ২৬ সেপ্টেম্বর তিনি চট্টগ্রাম শুভাগমন করেন। চট্টগ্রাম থেকে সকাল ৮–১০ মিনিটে হুজুর কেবলাবৃন্দ বাংলাদেশ বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন। হুজুর কেবলাবৃন্দ ১১ অক্টোবর বুধবার দুপুর পর্যন্ত ঢাকা মোহাম্মদপুরস্থ খানকাহ্–এ–কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অবস্থান করবেন এবং সন্ধায় ফ্লাইটযোগে স্বদেশের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। এদিকে আজ রবিবার আল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহের ছদারতে প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ এবং বিশেষ মেহমান শাহ্জাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহের অংশগ্রহণে দুপুর ১২টায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে মাদ্রাসা–এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসা ময়দানে রাহমতুল্লিল আলামীন কন্ফারেন্স অনুষ্ঠিত হবে। এছাড়াও হুজুর কেবলাবৃন্দ বোয়ালখালী কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য নেছাবে মদিনা সুন্নি কনফারেন্সে যোগদান করবেন। আল্ল্ল্ল্লাহ–রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জনের লক্ষে অনুষ্ঠিতব্য মাহফিলে ও নামাজে অংশগ্রহণের জন্য আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দকে আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












