তারকাদের বিলাসী জীবন-যাপনের বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু অভিনেতা বা অভিনেত্রীদের সম্পদের পরিমাণ জানার ব্যাপারে সবসময়ই ভক্তদের ব্যাপক আগ্রহ দেখা যায়। খবর বাংলানিউজের। দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের একটি বাড়ি দাম শুনে যে কারো চোখ কপালে ওঠে যাবে। এই অভিনেতা যে বাংলোতে থাকেন, তার মূল্য ১০০ কোটি রুপি। হায়দ্রাবাদে অবস্থিত সেই বাংলোটির নাম ‘ ব্লেসিং’ বা আশীর্বাদ। দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে সেখানেই বসবাস আল্লুর। একই সঙ্গে অভিনেতার রয়েছে ব্যক্তিগত বিমান। খুব কম তেলুগু অভিনেতার কাছে ব্যক্তিগত বিমান রয়েছে। এছাড়াও এই তারকার রয়েছে ৭ কোটি রুপির একটি ভ্যানিটি ভ্যানও।