আল্লাহ ভীতি ও রাসূলের (সা.) প্রেম অন্তরে ধারণ করতে হবে

বিভিন্নস্থানে ঈদে মিলাদুন্নবী(দ.) মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রবিউল আওয়াল মাস উপলক্ষে বিভিন্ন স্থানে জশনে জুলুছের র‌্যালি ও মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
বায়তুশ শরফ : বায়তুশ শরফের পীর আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ। মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের। আবদুল হাই নদভী গতকাল বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত চারদিন ব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। প্রথম দিবসে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রচনা প্রতিযোগিতা। বাদ মাগরিব অনুষ্ঠিত হয় ছোটদের আয়োজনে ‘পাখ-পাখলির আসর’। এতে প্রধান মেহমান ছিলেন আবুল বশর আবু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইদ্রিস মিয়া, রাশেদুল আলম খোরশেদ, মাওলানা মামুনুর রশীদ নুরী, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাওলানা শিহাব উদ্দিন।
বোয়ালখালী কধুরখীল মাদরাসা : বোয়ালখালীর ঐতিহ্যবাহী কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুল হকের সভাপতিত্বে সকাল ৮টায় শুরু হয়ে জুলুসটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মাদরাসার গিয়ে শেষ হয়। জুলুস শেষে অনুষ্ঠিত মাহফিলে যোগ দেন মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা। মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, মাওলানা অহিদুল আলম নঙবন্দি, সহকারি অধ্যাপক মাওলানা ওবাইদুল হক তৈয়বী, আরবি প্রভাষক মাওলানা ইলিয়াছ সিকদার, মাওলানা মুছলেম উদ্দিন, মো. অলিউল্লাহ, মাওলানা নুরুল আমিন, নাসির উদ্দিন, মাওলানা আবু নাছের জিলানী, মাওলানা সরওয়ার, আলমগির, রফিকুল ইসলাম, মো. নুরুন্নবী, মীর জাহাঙ্গীর, ক্বারী আবু সাঈদ, ইদ্রিস আরমান, খ ম মোজাম্মেল, এন এম নাঈমুদ্দীন, সাহেদুল আলম, মফিজুর রহমান, হাফেজ আবুল কাশেম।
আমির ভাণ্ডার দরবার : আমির ভাণ্ডার দরবার শরীফে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ দিনব্যাপী ২০তম খতমে সালাওয়াতে রাসূল মাহফিলের ৮ম দিবস গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মেরাজুল আলম আমিরী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারতের ইউপির কচওয়াচা শরীফ থেকে আগত আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউছে পাক আল্লামা সৈয়দ কালিম আশরাফ জিলানী (ম.)। তিনি বলেন, আল্লাহ ভীতি ও রাসূলের (সা.) প্রেম অন্তরে ধারণ করতে হবে। মাহফিলে উপস্থিত ছিলেন আওলাদে আমির মাওলানা সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহসুফি শামসুদ্দোহা আমিরী, শাহসুফি সৈয়দ ছরওয়ার কামেল আমির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুহাম্মদ হাসান রেজা আলকাদেরী। আলোচনা করেন মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন নুরী, মাওলানা মুহাম্মদ শেহাবউদ্দিন মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ শাহজাহান আলকাদেরী। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ ইদ্রিস। নাতে রাসুল পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আরকান। দুরুদ শরীফের হাদিয়া পেশ করেন শায়ের মোহাম্মদ মেরাজ রেজা কাদেরী। মাহফিল সঞ্চালনা করেন শাহজাদা মুহম্মদ মোদাচ্ছের আমিরী।
পতেঙ্গা মাইজপাড়া গাউছিয়া দাখিল মাদরাসা : পতেঙ্গাস্থ মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জুলুসটি মাদরাসা থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মাদরাসা ময়দানে এসে শেষ হয়। পরবর্তী এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হাফেজ মাওলানা মুহাম্মদ শামসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক প্রতিনিধি মাওলানা মুহাম্মদ এখলাসুর রহমান আল কাদেরী। এতে আরও উপস্থিত ছিলেন মাইজপাড়া মহল্লা সর্দার কমিটির সভাপতি ও পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ জানে আলম, হযরত ওসমান গনি জুন্নুরাইন (রা.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছান, মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ তাহেরী, সেলিনা আক্তার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, হাজী কোরবান আলী, ইলিয়াস সওদাগর, মাওলানা মুহাম্মদ মাসউদ আলম আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আবু নাসের আনসারী, মাওলানা মুহাম্মদ তৌহীদুল্লাহ আনওযারী, মাস্টার মুহাম্মদ মমতাজুল ইসলাম, মাস্টার মুহাম্মদ মনিরুল ইসলাম, মাস্টার মোহাম্মদ সোলায়মান, কারী মাওলানা মুহাম্মদ হোসাইন, মাওলানা মুহাম্মদ মাহবুব আলম, মাওলানা মুহাম্মদ সাইফুল আলম, মাস্টার মুহাম্মদ মোজাহেরুল আলম, মুহাম্মদ সোহাইল পারভেজ, হামিদা ইয়াসমিন, মুহাম্মদ জহুরুল আলম, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
রাঙ্গুনিয়া পারুয়া কাদেরিয়া তৈয়্যবিয়া মাদরাসা : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দনগর কাদেরিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফজখানার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জশনে জুলুস (র‌্যালি) ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জুলুসটি বের করা হয়। এটি পারুয়া ডিসি সড়ক দিয়ে কাটাখালী বাংলাবাজার, নেজাম শাহের মাজার ও নেজামিয়া সিদ্দিকীয়া মালিকিয়া সুন্নীয়া মাদরাসা হয়ে মধ্যম পারুয়া জিয়াউল উলুম মাদাসার সামনে দিয়ে মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সভাপতি কাজী আনোয়ারুল ইসলাম, মাওলানা কাজী মোহাম্মদ মামুনুল ইসলাম, মাওলানা ছাব্বির আহাম্মদ আল কাদেরী, ইকবাল হোসেন সিদ্দিকী, হাফেজ মাওলানা রেজাউল আল কাদেরী, মাওলানা ফজলুল হোসেন আল কাদেরী প্রমুখ। মাহফিল সঞ্চালনায় ছিলেন নাজিম মোহাম্মদ লোকমান।
হাটহাজারীতে আনজুমানে কাদেরিয়া চিশতিয়া : আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় ও আজিজিয়া কাজেমি ট্রাস্ট বাংলাদেশের সহযোগিতায় হাটহাজারী ছিপাতলীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) আগামী ৯ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে। দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর (মজিআ) নেতৃত্বে ছিপাতলী মাদ্রাসা ও দরবার প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু হয়ে হাটহাজারীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোমানীয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম শেরে বাংলা (রহ.) দরবার শরীফ প্রাঙ্গণে গিয়ে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল শেষে মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। দেশ জাতি ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করবেন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)।

পূর্ববর্তী নিবন্ধদুরের দুরবিনে
পরবর্তী নিবন্ধটেকনাফে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত