আল্লাহর সন্তুষ্টি অর্জনে সৃষ্টির সেবায় নিবেদিত হতে হবে

মহানগরীর ওয়ার্ড পর্যায়ে ওয়ার্কশপে নজরুল ইসলাম

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সৃষ্টির সেবায় নিবেদিত হওয়ার কোনো বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে ওয়ার্ড পর্যায়ে সমাজকর্ম বিষয়ক ওয়ার্কশপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ শিল্পকলায় শুরু হচ্ছে উচ্চারক শিশু আবৃত্তি উৎসব
পরবর্তী নিবন্ধঅনন্ত বিরহ