আল্লাহর রাসূলের জীবনাদর্শ মানবজীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে

বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

আমাদের আলোকিত সমাজ : আমাদের আলোকিত সমাজের উদ্যোগে পাথরঘাটা ওয়ার্ডে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঈদবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠান সংগঠনের চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বস্ত্র উপহার বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। জেলার সভাপতি এড. শাহরিয়ার তানিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফন নাহার দোভাষ বেবী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, আমাদের আলোকিত সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অধ্যাপক নাজিম উদ্দীন, ইসতিয়াক চৌধুরী, মেহেরুন নিপা, আনোয়ার হোসেন পলাশ। উপস্থিত ছিলেন মশিউর রহমান রোকন, দীপক ভট্টাচার্য, আবু মোঃ আফসার উদ্দিন চৌধুরী, নন্দিতা দাশ গুপ্তা, প্রবাল চৌধুরী, জাহেদুল ইসলাম মিঠু, নাসির সরকার, মো: সবুজ প্রমুখ।

আমির ভাণ্ডার দরবার : আমির ভাণ্ডারে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসুল মাহফিল গত ২৫ সেপ্টেম্বর শাহসুফি সৈয়দ মুহাম্মদ আমির হোসাইন আমিরীর সভাপতিত্বে ১০ম দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে আখেরি মোনাজাত করেন শাহজাদা মাওলানা সৈয়দ আমির উদ্দিন আমিরী। উপস্থিত ছিলেন আওলাদে আমির ভাণ্ডারী শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা সৈয়দ আরিফুজ্জমান আমিরী, মাওলানা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ আব্দুল মালেক ভাণ্ডারী, সৈয়দ আবুল বারাকাত, মুহাম্মদ সাহিয়ান ফরহাদাবাদী। আলোচনা পেশ করেন আল্লামা সৈয়দ মুহাম্মাদ শাহেদুর রহমান হাসেমী, আল্লামা মুহাম্মাদ আব্দুল আলিম নূরী, আল্লামা মোহাম্মদ মোশতাক আহমদ বিপ্লবী। সঞ্চালনায় ছিলেন মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী। মিলাদ কিয়াম করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। হামদ ও নাত পরিবেশন করেন শায়ের মুহাম্মদ হাসান, শায়ের মুহাম্মদ নজরুল ইসলাম ও শায়ের মুহাম্মদ আব্দুল মান্নান।

চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি : কর্ণফুলীতে চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাদে মাগরির সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা জাফর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি। সভাপতি মো. আবুল হোসেন আবুলের সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবীর (সা.) তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন নয়াহাট জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হোসাইন নিজামী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হায়দার আলী রনি বলেন, পবিত্র মিলাদুন্নবী প্রত্যেক মানুষের জন্য বিশেষ রহমত। হযরত মহানবী (সা.) এর পৃথিবী আগমনের ফলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ রাজা, ইউপি সদস্য ফরিদ জুয়েল, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি এস.এম পিয়ার আলী, সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে শাহ আলম, লোকমান দয়াল, ইউপি সদস্য আনোয়ার হোসেন, .লীগ নেতা দিল আহমেদ, আব্দুল মজিদ, সংগঠক মো. মনসুর, মো. রাসেদ, মো. রেদোয়ান, কায়ছার, ছাত্রনেতা দেলোয়ার হোসেন জনি, মো. ফরিদ, হাজী আবদুল গণি, সাধারণ সম্পাদক এয়াকুব আলী, সহসভাপতি বদিউল আলম, সহসাধারণ সম্পাদক মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক আকরাম খান, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুল হাসান, প্রচার সম্পাদক সালাহ উদ্দিন, ক্রীড়া সম্পাদক সাদেক হোসেন। মো আবছার, ইউসুফ, সামশুল আলম, জকির আহমদ প্রমুখ। দোয়া মাহফিল শেষে সংগঠনের কার্যালয়ে কয়েক শতাধিক মানুষের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

মাইজভাণ্ডার দরবার গাউসিয়া আহমদিয়া মঞ্জিল : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদমিলাদুন্নবী (সা🙂 মাহফিল এবং দারুততালিম হোসাইনিয়া হিফজুল কুরআন মাদরাসার হেফজ সমাপ্ত ছাত্রদের দস্তারে ফজিলত আনজুমানমোত্তাবেয়ীনে গাইছে মাইজভাণ্ডারী, গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সাজ্জাদানশীন সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর সদারতে মাইজভাণ্ডার দরবার হলে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেনজামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী (.), মুফতি কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, মাওলানা মুহাম্মদ বশিরুল আলম মাইজভান্ডারি, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম কাশেম, আল্লামা মুহাম্মদ ছালেহ আহমদ আনসারী, মিনহাজুল ইসলাম কাদেরী। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন।

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ১২দিনব্যাপী ৩৩তম মিলাদুন্নবী (সা.) মাহফিলের দশম দিবসে ইসলামী গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, মহানবী (সা.) গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তিনি রাসূলের(সা.) জীবনাদর্শ মানবজীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার আহ্‌বান জানান। পদুয়া আইনুল উলূম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমানের সভাপতিত্বে ও মাহফিল কমিটির সহসাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাঈদীর সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান ওয়ায়েজের আলোচনা পেশ করেন পিএইচডি গবেষক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব। বিশেষ ওয়ায়েজের আলোচনা পেশ করেন ইসলামী আলোচক মাওলানা মোহাম্মদ আবদুল হাকিম। বক্তব্য রাখেন মাহফিল কমিটির প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল ছবুর বেলালী, পরিচালক মাওলানা মহিউদ্দিন হেলালী, বিশিষ্ট সমাজসেবক আবুল হাশেম, মাওলানা শাহ মনছুর, জালাল উদ্দিন সওদাগর, মোহাম্মদ কুতুব উদ্দিন, সৈয়দ নুর, মাস্টার মঈন উদ্দিন প্রমুখ।

মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসা : পতেঙ্গা থানাস্থ মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জুলুসটি মাদরাসা থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মাদরাসা ময়দানে এসে শেষ হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আইয়ুব নাছের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ জানে আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঈদে মিলাদুন্নবীর (সাঃ) তাৎপর্য ও রাসুল (সাঃ) এর জীবনাদর্শ মানব চরিত্রে বাস্তবায়নে বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক প্রতিনিধি মাওলানা মুহাম্মদ এখলাসুর রহমান আল কাদেরী। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসুপার মাওলানা মুহাম্মদ শামছুর রহমান সহ সকল শিক্ষকশিক্ষিকা ও কর্মচাররীবৃন্দ।

আনোয়ারা রজায়ী দরবার : আনোয়ারা ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের বিশ্ব নুর মঞ্জিলে রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশের উদ্যোগে ২২ সেপ্টেম্বর পবিত্র জশনে জুলুসে ঈদএ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর খতমে কোরআন, বাদ আছর হতে ঐতিহাসিক জশনে জুলুস বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাদ মাগরিব মাহফিলে সভাপতিত্ব করেন রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (প্রকাশ রজায়ী হুজুর)। মিলাদ কিয়াম ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশজাতির মঙ্গল ও অগ্রগতি কামনা করে আখেরী মুনাজাত করেন মাওলানা শাহজাদা মুহাম্মদ নঈম উদ্দীন রজায়ী।

কদমতলী মহল্লা কমিটি : কদমতলী মহল্লা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে শিশু কিশোরদের ক্বেরাত, নাতে রসুল ও আযান প্রতিযোগিতা ও প্রতিবারের ন্যায় আজিমুশান ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর বাদ মাগরিব উদযাপন কমিটির চেয়ারম্যান ইকরামুল হুদার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবাযয়ের, বিশেষ অতিথি ছিলে সর্দ্দার নুরুল ইসলাম নুরু ও বদরুল হুদা মুরাদ। মোহাম্মদ নাহিদ সর্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন। বাদ এশা ওয়াজ মাহফিলে প্রধান আলোচক ছিলেন স্টেশন রোড জামে মসজিদের খতীব মামুনুর রশিদ নুরী, ওয়াজ করেন মাওঃ হাফেজ আবু তৈয়ব, মাওঃ ইসমাইল হানাফি, মাওঃ নেজাম উদ্দিন, মাওঃ ছালামত উল্ল্যাহ। অনুষ্ঠানে সদারদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল শুক্কুর, সেকান্দর মিয়া, লিয়াকত আলী, সামশুল আলী, আহমেদুর রহমান, জসিমুল হুদা, মহসিন বেগ, মাহবুব আলম, ইউনুস কেরু, মোঃ নাছির, বখতিয়ার উদ্দিন, মোবারক আলী, আনিসুর রহমান, আবদুল সবুর, বখতিয়ার উদ্দিন, হাজ্বী ইসমাইল, হাজ্বী মোশারফ হোসেন লিটন, আবদুল খালেক, দিলদার হোসেন, ইসমাইল মিয়া, নওয়াব মিয়া, নাজিম দুলাল, হাজ্বী জসিম, আলমগীর, ইনু, হুমায়ুন চৌং, সোহেল আহমেদ, এ্যাড. শেখ মোঃ শওকত, মারুফুল, আবদুল মাজেদ সম্রাট, এরশাদ রুবেল, সাজ্জাদ জাফর, হীরা, সুমন, মনু, রমি, হারুন, ইমরান শরীফ সাইমুন, রুবেল, রিপন, পারভেজ, সুজন, প্রিন্স, করিম প্রমুখ ।

মুক্ত কন্ঠ গ্রীন : গত বুধবার বাদে আছর রাবেয়া ওয়ার্কপের পাশে বাইতুল ইজ্জত জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উদযাপন উপলক্ষে মাদার বাড়ি মুক্তকণ্ঠ গ্রীনের উদ্যোগে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাইতুল ইজ্জত জামে মসজিদের সহকারী খতিব হাফেজ মাওলানা মোঃ তারেক, মাওলানা মোঃ আহমদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দপ্তরের সাবেক সরকারি সচিব আয়াজ বাহাদুর, বাইতুল ইজ্জত জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভুলু, মোঃ দিদারুল ইসলাম, মোঃ হাসান, মোঃ সেলিম, তোফায়েল আহমেদ রয়েল, সিরাজুল মুনীর সাকিব, আসিফ চৌধুরী, মোঃ মারুফ, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন সাজ্জাদ, মোঃ আমিন, ওসমান গনি রাজু, সিরাজুল নুর সালেহীন আকিব, আলী আহমদ, তৌসিফ ও মোহাম্মদ হোসেন প্রমুখ।

আনজুমানে কাদেরীয়া চিশতীয়া : হাটহাজারীতে আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর নেতৃত্বে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী () মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসা ও আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর ফজর নামাজের পর আল্লামা আজিজুল হক আলকাদেরীর (রহ🙂 মাজার শরিফ জিয়ারতের মাধ্যমে জশনে জুলুস শুরু হয়। ছিপাতলী, মোজাফফরপুর, ইছাপুর হয়ে হাটহাজারীরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইমাম আল্লামা সৈয়দ আজিজুল হক আলকাদেরী শেরে বাংলা (রহ🙂 এর মাজার শরিফ জিয়ারতের মাধ্যমে প্রায় ছয় কিলোমিটার এলাকা ঘুরে জশনে জুলুস শেষ হয়। এরপর হাটহাজারী সদরস্থ আনোয়ারুল উলুম নোমানিয়া ফাযিল মাদ্রাসা মাঠে ঈদে মিলাদুন্নবী () মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। ঈদে মিলাদুন্নবীর () তাৎপর্য ও মহানবীর () জীবনাদর্শের নানা দিক নিয়ে মাহফিলে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ আল্লামা আবদুল ওয়াদুদ, মুফাসসিরে কুরআন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ আল্লামা আবুল এরফান মুহাম্মদ লোকমান চিশতি, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ জুন্নুরাইন, মাওলানা মঈন উদ্দিন খান মামুন আলকাদেরী, মাওলানা শাহাজাদা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা ফখরুদ্দিন চাঁদপুরী, মাওলানা কাজী শফিউল আলম, মাওলানা আবুল কাশেম। মাওলানা কাজী শফিউল আজমের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আবদুস ছমদ, মাওলানা শফিউল আলম আজিজি, মাওলানা আবদুল নবী, বীর মুক্তিযোদ্ধা মৌলভি মুহাম্মদ মাহবুবুল আলম, অধ্যাপক মুহাম্মদ মাহফুজুর হক, মাওলানা ফেরদৌসুল আলম, মুহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা মহিউদ্দিন, মাওলানা খাজা আহমদ তালুকদার, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা কাউসারুল আলম, মাওলানা শরফুদ্দিন আনসারী প্রমুখ।

ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার : ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার (মজিআ) নেতৃত্বে গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি বাংলাদেশের ব্যবস্থাপনায় গত বুধবার ফটিকছড়িতে জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী () অনুষ্ঠিত হয়েছে। আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ) মাজার প্রাঙ্গণ থেকে জশনে জুলস শুরু হয়ে মোহাম্মদ তকির হাট, আজাদী বাজার, সমিতির হাটসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন এবং মুনাজাত করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। জুলুস শেষে বাগে হুদা মনজিল প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী () মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আলোচনায় অংশ নেন আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমিন, আল্লামা নুর মোহাম্মদ ছিদ্দিকি, আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরী, শাহজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, জিয়াউদ্দীন জিয়া, মাওলানা জসিম উদ্দীন আলকাদেরী, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মাহাবুবুল আলম, মাওলানা জসিম উদ্দীন আবেদীন, আবু আহম্মদ সওদাগর, হারুনুর রশিদ ইমন, মো. ছবুর, আহমেদ রেজা, নাছির উদ্দিন, শেখ নাছির উদ্দিন, সিরাজুল ইসলাম মনা, নুরুল আবছার, মুহাম্মদ শাহজালাল, জহির উদ্দিন বাবর, জসিম উদ্দীন, খোরশেদুল আলম মিল্লাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ২০২৩ সালে ভূমধ্যসাগরে ২,৫০০ এরও বেশি অভিবাসী মৃত বা নিখোঁজ : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী পালন প্রকৃত নবী প্রেমিকের নিদর্শন : এম মনজুর আলম