পটিয়া আমির ভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী মাহফিল : পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১৯তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিলের ১১ম দিবস গতকাল রবিবার বাদে মাগরিব পবিত্র কোরআন শরীফের খতম আদায় ও নাতে রাসূলের (দ.) মাধ্যমে শুরু হয়। শায়ের মুহাম্মদ মেরাজ রেযা কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে তকরীর পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল্লামা ড. মুহাম্মদ জাফর উল্লাহ। প্রধান আকর্ষণ হিসেবে তকরীর পেশ করেন নুরে হাবিব ইলাহি কমপ্লেঙের প্রতিষ্ঠাতা আল্লামা মুহাম্মদ এনাম রেজা। আলোচক হিসেবে তকরীর পেশ করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ হামিদুল হক। মাহফিলে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ পেয়ারুল মোস্তফা আমিরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ আমিরী, শাহসুফি সৈয়দ মুহাম্মদ নুরুল হুদা আমিরী। মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ দৌলত আমিরী। দরুদ শরীফের হাদিয়া পেশ করেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোদ্দাচ্ছের আমিরী। কোরআন তেলাওয়াত করেন ক্বারী মুহাম্মদ মোসাদ্দেক হোসেন। না’ত পরিবেশন করেন শায়ের মুহাম্মদ নজরুল ইসলাম।
ফটিকছড়ি সুয়াবিলে গাউসিয়া কমিটি : গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ভূজপুর সুয়াবিল ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুছ সংগঠনের সভাপতি সুয়াবিল তৈয়্যবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইসমাইল সিকদারের সভাপতিত্বে রবিবার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল লতিফ চাটগামী, মুহাম্মদ এজাহার আলম, মাওলানা সৈয়দ কামরুল হাসান মোবারক, আবুল হাশেম সিকদার, মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক, মাওলানা আবুল কাশেম ফারুকী, মুহাম্মদ নেজামুল ইসলাম সিকদার, মাস্টার নাজিম উদ্দিন সিকদার, মাওলানা মুফতি সরোয়ার উদ্দীন আলকাদেরী, মাওলানা সৈয়দ মামুন উদ্দীন আলকাদেরী, বদিউল আলম, আজিজুল হক, মুহাম্মদ জসিম উদ্দিন, আলম সওদাগর, আবুল খায়র, মাওলানা রফিকুল আলম, মাওলানা আব্দুল জব্বার আলকাদেরী, মাওলানা শামসুল আলম, মাওলানা সৈয়দ আলমগীর হোসাইন, মাওলানা শেখ ফরিদ, মাওলানা আজাদ তাহেরী, মুহাম্মদ ইরফান উদ্দীন, মাওলানা রাশেদ উদ্দীন আলকাদেরী প্রমুখ।
ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার : হাটহাজারী প্রতিনিধি জানান, ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় ও আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জুলুস গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। জুলুসটি গাউছে জামান আল্লামা আজিজুল হক আল কাদেরী (রহঃ) এর পবিত্র রওজা শরীফ হতে আরম্ভ হয়ে ছিপাতলী মেখল গুমানমর্দন ও নাঙলমোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ছিপাতলী আজিজিয়া দরবারের প্রধান কার্যালয় খানকায়ে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া শরীফে কিয়াম মিলাদ দোয়া মোনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে সমাপ্ত হয়। জুলুসে সভাপতি হিসেবে আখেরী মোনাজাত করেন দরবারে গাউছিয়া আজিজিয়া শরীফের সাজ্জাদানশীন শাহসূফি আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল ফছিহ আলাউদ্দিন আল কাদেরী। প্রধান মেহমান হিসেবে দোয়া মোনাজাত করেন প্রফেসর ড. আবুল ফাতাহ মহিউদ্দিন আল কাদেরী। দোয়া মোনাজাত করেন শাহজাদা আল্লামা আবুল ফারাহ ফরিদউদ্দিন আল কাদেরী। উপস্থিত ছিলেন মাওলানা হানিফ, নুরুল ইসলাম, নুরুল আহসান লাভু, মো. মনির হোসেন, ওসমান গনি এনাম, নুরুল আনোয়ার ভোট্টো, ওয়াসিম আকরাম, মুখতার হোসেন, মাওলানা আবুল হাসেম আল কাদেরী ও সচিব নুরুল আকতার প্রমুখ।
রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখা ও পোমরা শাখার যৌথ উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস (র্যালি) অনুষ্ঠিত হয়েছে। জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মা.)। জুলুসটি রাঙ্গুনিয়ার পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গোডাউন স্টেশন প্রদক্ষিণ শেষে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মা.)। জহির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন আল্লামা সৈয়দ তৌছিফুল হুদা (মা.)। মাওলানা আলী শাহ নেছারীর সঞ্চালনায় বক্তব্য দেন জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, মাওলানা জরিফ আলী আরমান, হাবিবুর রহমান আলকাদেরী, মাওলানা আবদুল মান্নান হারুনী, মাওলানা ফজলুল করিম নঈমী প্রমুখ।
দক্ষিণ শুকছড়ী চিশ্তীয়া দরবার : লোহাগাড়াস্থ দক্ষিণ শুকছড়ী চিশ্তীয়া দরবার শরীফে হতে রবিবার জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত হয়। এতে ছদারত করেন, মাওলানা সৈয়দ নাছেরুল হক চিশ্তী (মজিআ)। এতে আরো উপস্থিত ছিলেন, সৈয়দ মুহাম্মদ নঈমুল হক চিশ্তী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, হেলাল উদ্দীন খোকন, সৈয়দ মাওলানা নুরুল আমিন চিশ্তী, সৈয়দ মুহাম্মদ এমাদুল হক চিশ্তী, সৈয়দ মাওলানা মুহাম্মদ এহছানুল হক চিশ্তী, সৈয়দ মাওলানা মুহাম্মদ ফখরুল হক চিশ্তীয়, সৈয়দ মাওলানা মুহাম্মদ বদরুল হক চিশ্তী।
আল্লামা ছিদ্দিক আহমদ তলোয়ার বাংলা (রহ.) ফাউন্ডেশন : হাটহাজারী পৌরসভায় আল্লামা ছিদ্দিক আহমদ তলোয়ার বাংলা (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র জশনে জুলুছ ছিদ্দিকীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাজী সৈয়্যদ আতিক উল্লাহ ছিদ্দিকী (ম.জি.আ) ছদারতে রবিবার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়্যদ আমিনুল হক আলকাদেরী, আল্লামা মুফতি মুহাম্মদ শাহ্ আমল, আল্লামা আবুল কালাম বোয়ানী, আল্লামা সৈয়দ হাসান আজহারী, হাফেজ মাওলানা সাইমুম এলাহী, শাহজাদা সৈয়্যদ মোক্তার আহমদ সিদ্দিকী, শাহজাদা সৈয়দ তানভীর আহমদ সিদ্দিকী, রফিকুল হাসান, হারুন সওদাগর, গিয়াস উদ্দিন, সেকান্দর মিয়া, নাছির উদ্দিন রুবেল, নেজাম উদ্দিন প্রমুখ।