আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বায়াত গ্রহণ করা আবশ্যক

পশ্চিম ষোলশহর ওয়ার্ড কর্মী শিক্ষা বৈঠকে জামায়াত নেতৃবৃন্দ

| শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

সাহাবীগণ রাসূল (সা)-এর নিকট বায়াত গ্রহণ করেছেন, অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বায়াত বা শপথ গ্রহণ করা প্রত্যেকের জন্য আবশ্যক, আর শপথকৃত ওয়াদা পূরণকারীদের জন্য আল্লাহ তা’য়ালা আশাতীত পুরস্কার নির্ধারণ করে রেখেছেন, কুরআনহাদিসের নিরবচ্ছিন্ন চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি, আত্মগঠন, আত্মশুদ্ধি এবং দাওয়াতী কার্যক্রম সমপ্রসারণের মাধ্যমে দ্বীন বিজয়ী করতে কর্মীদের প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর মাধ্যমে বায়াতবদ্ধ জীবন যাপনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার।

গতকাল সকাল সাড়ে ৮ টায় মহানগরীর পাঁচলাইশ থানার ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আয়োজিত এক কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমীর অধ্যক্ষ কাজী আব্বাস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ ইসমাঈলের সঞ্চালনায় শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন পাঁচলাইশ থানা সেক্রেটারী মাওলানা মফিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি। থানা আমীর মাহবুবুল হাসান রুমী বলেন, দ্বীনকে জীবনোদ্দেশ্যে হিসেবে গ্রহণ করে দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, এই জন্য কুরআন, হাদিস, ইসলামী সাহিত্য ও সাহাবায়ে কিরামের জীবনী অধ্যয়নের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ক্লাবের ইসলামিক সেমিনার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন