যুব ফোরাম হালিশহরের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মোহাম্মদ সেলিম চৌধুরী সভাপতিত্বে আবুল হাসান ও বশির উদ্দিনের সঞ্চালনায় নয়াবাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী।
তিনি বলেন, সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর আইনের মধ্যেই মানুষের দুনিয়া আখিরাতের মুক্তি নিহিত। বিচার ব্যবস্থায় কোরআন–সুন্নাহ অনুসরণ করলে ধর্ষণের মত ঘটনা বার বার ঘটতো না। চুরি রাহাজানি অবিচার চিরতরে বন্ধ হয়ে যাবে। কোরআন–সুন্নাহর অমিয় ধারায় জাগ্রত বিবেক কখনো অন্যায় করতে পারে না। তাই সকলে দ্বীন প্রতিষ্ঠার পরীক্ষিত কাফলা জামায়াতের সাথ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী। বক্তব্য দেন, ড. শাহাদাত হোসেন, মো. আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহার উদ্দিন, মোমিন হোসেন, মো. শাহজাহান, আবু তাহের, জামাল উদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন, মো. মিঠু, ফারুকুর রহমান, মো. ফেরদৌস, আমির হোসেন, তোফায়েল আহমেদ, মো. মাবুদ, জসীম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।