বোয়ালখালীতে হযরত শাহ্সূফী সৈয়দ মারূফ (ক🙂 ও সৈয়দ কুতুব (ক🙂 প্রকাশ হাওলা মামা ভাগিনার বার্ষিক ওরশ উপলক্ষে মাহফিল ও প্রস্তুতি সভা গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় ওরশ মাহফিল উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে ওরশ পরিচালনা কমিটির উদ্যেগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাওলা দরবার শিবলী মঞ্জিলের পীরজাদা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (ম. জি. আ.)। প্রধান অতিথি ছিলেন লেবানন থেকে আগত গ্লোব ইউনিভার্সিটির শাইখুল হাদিস, ইসলামি গবেষক, আওলাদে রাসুল আল্লামা ড. শেখ সৈয়দ জামাল মোহাম্মদ সাক্বার আল হোসাইনী ওয়াল হাসেমী (ম.জি.আ.)। প্রধান অতিথি বলেন, প্রতিটি মুমিনের আকাঙ্ক্ষা আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তাঁর নৈকট্য অন্বেষণ করো। যারা আল্লাহর কাছে নৈকট্য প্রার্থনা করবে, তারা রাসূলের সুপারিশের অধিকারী হবে এবং জীবনে সফলতা আসবে। শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুলাইন ছালে নুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এন এম ফখরুদ্দিন, ব্যবসায়ী ও মো. সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এসএম সেলিম, বিএনপি নেতা জাবেদ মেহেদী হাসান সুজন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












