আল্লাহর কুরআন এবং রাসুলের (সাঃ) সুন্নাহকে জীবনের পাথেয় বানাতে হবে

কর্ণেল হাট জামে মসজিদে লায়ন ইমরান

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর উত্তর কাট্টলী কর্ণেল হাট জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন চট্টগ্রাম৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরান। জুমার খোৎবাপূর্ব বক্তব্যে তিনি বলেন, আল্লাহর কুরআন এবং রাসুলের (সাঃ) সুন্নাহকে আমাদের জীবনের পাথেয় বানাতে পারলে অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়া সম্ভব।

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে লায়ন মোহাম্মদ ইমরান বলেন, মহান আল্লাহ মুসলমানদের সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন মানব কল্যাণের জন্য। যাতে করে আমরা সত্যের পক্ষে থাকি এবং অন্যায়ের বিপক্ষে অবস্থান নেই।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণেল হাট জামে মসজিদের খতিব ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. আলী হোসাইন, পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আবু তাহের, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মইন উদ্দিন চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ ফসিউল আলমসহ এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : এমপি নোমান
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩