আল্লাহর কাছে জবাবদিহিতার মনোভাব নিয়ে দাওয়াতি কাজ করতে হবে

রামপুর ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলনে নজরুল ইসলাম

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মীদের আল্লাহর কাছে জবাবদিহিতার মানসিকতা নিয়ে দ্বীনের দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহর দেয়া নির্ধারিত সময়ের মধ্যে আমাদের অর্পিত দায়িত্ব যথার্থভাবে পালন করতে হবে। জামায়াতে ইসলামীর দাওয়াত সকলের জন্য। আসুন একসাথে কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য।

গতকাল শনিবার হালিশহর থানা ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ফখরে জাহান সিরাজী, মাওলানা আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মনজুরুল হক। সম্মেলনে আরও বক্তব্য দেন, আহসান উল্ল্যাহ মজুমদার, শাহারাজ হোসেন, আবুল হাসান, এটিএম মাসুদ, জাকির হোসেন, বাহার উদ্দিন, ডা. নোমান।

পূর্ববর্তী নিবন্ধখড় বিক্রি করে লাখ টাকা আয়
পরবর্তী নিবন্ধস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে