মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মীদের আল্লাহর কাছে জবাবদিহিতার মানসিকতা নিয়ে দ্বীনের দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহর দেয়া নির্ধারিত সময়ের মধ্যে আমাদের অর্পিত দায়িত্ব যথার্থভাবে পালন করতে হবে। জামায়াতে ইসলামীর দাওয়াত সকলের জন্য। আসুন একসাথে কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য।
গতকাল শনিবার হালিশহর থানা ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ফখরে জাহান সিরাজী, মাওলানা আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মনজুরুল হক। সম্মেলনে আরও বক্তব্য দেন, আহসান উল্ল্যাহ মজুমদার, শাহারাজ হোসেন, আবুল হাসান, এটিএম মাসুদ, জাকির হোসেন, বাহার উদ্দিন, ডা. নোমান।