আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক গত ২৬ সেপ্টেম্বর রাতে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে গাউসুল আজম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.) স্মরণে গিয়ারভি শরিফ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল (দ.) পীরে বাঙাল রাহনুমায়ে শরিয়ত ও তরিকত শাহ্ সুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মজিআ)। তিনি বলেন, গাউসে পাকের বিশুদ্ধ তরিকতই হলো কাদেরিয়া তরিকা। একজন সত্যিকার তরিকতপন্থিকে ইসলামের অপরিহার্য ইবাদত ও আমলসমূহ যেমন নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, তেমনি হক্কুল ইবাদ মানুষের সেবায়ও আত্মনিবেদিত থাকতে হবে। আল্লাহ পাকের ইবাদত, প্রিয় নবীর (দ.) ওপর দরুদ পাঠসহ নানা ইবাদত আমলের পাশাপাশি দুস্থের সেবা ও সর্বস্তরের মানুষের কল্যাণে আত্মনিবেদনই হচ্ছে শরিয়ত তরিকতের মূল নির্যাস। তিনি সৎভাবে জীবন যাপন, ঈমানি জিন্দেগী গঠনসহ নিষ্ঠার সঙ্গে তরিকতের ছবক আদায়ের মাধ্যমে খাঁটি ঈমানদার হবার তাগিদ দেন। আল্লামা সাবির শাহ্ (মা.জি.আ.) মাহফিলে তরিকতের কার্যক্রম পরিচালনা এবং সিলসিলার বাইয়াত করান। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন আওলাদে রাসূল (দ.) শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ.)। উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহাবুবুল আলম, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (কমিশনার), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ আবদুল আলিম রিজভী, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, তছকির আহমদ, মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পুু, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেক রসুল খান বাবু, আসফাক আহমেদ, মোহাম্মদ হোসাইন খোকন প্রমুখ। পরে হুজুর কেবলাহ আল্লামা সৈয়দ সাবির শাহ’র (মা.জি.আ.) ইমামতিতে এশার নামাজ আদায় করা হয়। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)।