অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন–আল্লাহ তায়ালার কুদরতের ছায়া নবুওয়াত আর নবুওয়াতের ছায়া হল বেলায়েত। বেলায়েতের আকাশে উদিত সমুজ্জ্বল তারাকা–আল্লাহর অলি–আউলিয়াগনের খেদমতের আলোয় পৃথিবীময় আলোকিত আছে থাকবে। গত বৃহস্পতিবার হামজারবাগ হিলভিউস্থ গাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাজা গরীব নওয়াজ মইনুদ্দিন চিশতী, গাউসুল আজম মাইজভান্ডারী ও ইমাম শেরেবাংলা রাহমাতুল্লাহি আলাইহিমের ওফাত বার্ষিকী ও ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত নূরানী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এসব কথা বলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ আবু তাহের, অধ্যক্ষ আল্লামা সৈয়দ আবু সালেহ, অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম আখতারী, মাইনুদ্দিন চৌধুরী হালিম, মুহাম্মদ ওয়াহিদ মুরাদ,আলোচনায় অংশগ্রহণ করেন শেখ ফয়জুল্লাহ আহমদ, মনজুর কাদের, ফরিদুল হক চৌধুরী, আবু তাহের ফারুকী, সাইয়েদুল ইসলাম পাটোয়ারী, শওকতুল ইসলাম, আনোয়ার হোসেন, আরিফুল্লাহ, আরমান উল্লাহ, তোফাজ্জল হোসেন, নাসির উদ্দিন, সৈয়দ নুর, রুহুল কাদের, মোঃ মোকাদ্দিস চৌধুরী, সৈয়দুল করিম তাহেরী, মারুফুল ইসলাম, মোহাম্মদ তানভীর কুতুবী, শামসুল আলম নুরানী, আব্দুল গনি প্রমুখ।
পরিশেষে মিলাদ–কিয়াম,সালাত ও সালাম নিবেদন করে দেশ–জাতি, মাটি ও মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধিসহ বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের। প্রেস বিজ্ঞপ্তি।












