চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আব্দুল মালেক শাহ রাহে ভাণ্ডারীর বার্ষিক ওরশ গত শুক্রবার শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকালে খতমে কোরআন, কিয়াম, যিকিরের মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ মাগরিব দরবারে আগত ভক্ত মুরিদদের উদ্দেশে তকরীর পেশ করেন দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। তিনি বলেন, যুগে যুগে আল্লাহর অলিগণ তাঁদের বেলায়তি আধ্যাত্মিক শক্তি দ্বারা মানুষকে পথভ্রষ্টতা, নাস্তিকতা, বাতুলতা ও অনাচার থেকে মুক্ত করতে নিরলস কাজ করেছেন। এরকম এক মহান ব্যক্তিত্ব আজাদে মুজাদ্দেদে জমান হযরত আব্দুল মালেক শাহ (রহ.)। তাঁর রাসুল (দ.) প্রেম, সততা, নিষ্ঠা ও আধ্যাত্মিক দর্শনের মাধ্যমে মিল্লাত, মাজহাব ও ত্বরিকতের শিক্ষায় বহু মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে।
তিনি আরো বলেন, আল্লাহর প্রতি তাকওয়া ও রাসুল প্রীতিই হচ্ছে দুনিয়া আখেরাতের একমাত্র মুক্তির পথ। এজন্য প্রয়োজন আওলিয়া কেরামের আধ্যাত্মিক দর্শন। আল্লাহর অলিদের দর্শনে অন্তর পাপমুক্ত হয়। পরে ছেমা মাহফিল ও আখেরী মোনাজাতের মাধ্যমে ওরশের কর্মসূচি সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।