‘আল্লামা হাশেমী ছিলেন সুন্নীয়তের বাতিঘর’

| মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

আঞ্জুমানে মুহিব্বানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদের কনফারেন্স লকডাউনের কারণে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে সীমিত পরিসরে গতকাল সোমবার নগরীর জালালাবাদস্থ আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার মিলানায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমীর সভাপতিত্বেঅনুষ্ঠিত হয়। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানে মুহিব্বানে রাসুল গাউছিয়া জিলানী কমিটির মহাসচিব আলহাজ্ব মাহবুবুল আলম কোম্পানি। বক্তব্য রাখেন ইদ্রিছ আনছারী, আলহাজ্ব আজগর কোম্পানি, জানে আলম কোম্পানি, আলহাজ্ব শাহ আলম তালুকদার তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আবদুল কাদের, কাযী আবুল বোরহান হাশেমী, কাযী আবুল এহছান হাশেমী প্রমুখ। সভাপতির তারঁ বক্তব্যে বলেন, আল্লামা হাশেমী ছিলেন সুন্নীয়তের বাতিঘর। তিনি মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, আলোকিত করেছেন। তিনি অনেক মাদ্রাসা, মসজিদ, খানকা এবং তরিকত ভিত্তিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি সদর হাসপাতাল পাচ্ছে ৩টি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা
পরবর্তী নিবন্ধপঙ্গু রবীন্দ্র ও ফল বিক্রেতা ইউসুফ পেল বসত ঘর