আল্লামা হাশেমীর স্মরণসভা

| শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর (রহ.) তিন দিনব্যাপী ওরশের দ্বিতীয় দিবস গত মঙ্গলবার বায়েজিদ জালালাবাদ হাশেমী নগরে অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটি ও গাউছিয়া হাশেমী কমিটির উদ্যোগ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, আল্লামা হাশেমীর (রহ.) কর্মজীবন দেশ ও মাজহাব মিল্লাতের কল্যাণে নিয়োজিত ছিল। জাতিকে ঐক্যবদ্ধ করে ধর্মীয় সৌহার্দ্য ও সহনশীলতা স্থাপনে তার অবদান অপরিসীম। শাহ্‌জাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দিন আমিরী। প্রধান বক্তা ছিলেন আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী, হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন হাশেমী, কাযী মুহাম্মদ নঈমুদ্দীন হাশেমী, কাযী মুহাম্মদ শরফুদ্দীন হাশেমী, কাযী মুহাম্মদ বাহাউদ্দিন হাশেমী ও কাযী মুহাম্মদ জিয়াউদ্দিন হাশেমী। অতিথি ছিলেন নুরুল আবছার কাদেরী, মুহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মুহাম্মদ শাহজাহান, উপাধ্যক্ষ কাযী মুহাম্মদ কামরুল হাসান, অধ্যাপক সোলাইমান মোজাদ্দেদী, উপাধ্যক্ষ মোজাম্মেল হক, সৈয়দ বশির মাইজভাণ্ডারী, মাওলানা কাজী ওমর ফারুক আলকাদেরী, উপাধ্যক্ষ সৈয়দ নুরুল আমিন ও মাওলানা মতিয়ুর রহমান জেহাদী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী ও শিশুর উন্নয়ন নিশ্চিত হলে দেশ এগিয়ে যাবে
পরবর্তী নিবন্ধঅর্থনীতিকে এগিয়ে নিতে এ বাজেট কল্যাণমুখী