আল্লামা হাশেমীর (রহ.) লেখনীতে মুসলিম মিল্লাত উপকৃত হয়েছে

ওরশ মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর (রহ.) ১ম বার্ষিক ওরশ শরীফ ২৩ মে বায়েজিদ জালালাবাদস্থ দরবারে হাশেমীয়া আলিয়া শরীফে শেষ হয়েছে। সাজ্জাদানশীন আহছানুল উলুম জামেয়া গাউছিয়া আলিয়া মাদ্‌রাসার অধ্যক্ষ কাযী মুহাম্মদ আবুল বয়ান হাশেমী (ম.জি.আ.) ওরশ মাহফিলের সমাপনী দিনে সভাপতির বক্তব্যে বলেন, আল্লামা ইমাম হাশেমী (রহ.) ছিলেন বিশাল জ্ঞানসমুদ্র। তাঁর বক্তব্য, দিক নির্দেশনাপূর্ণ তাত্ত্বিক জ্ঞানগর্ভ লেখনী এবং দ্বীন-সুন্নিয়তের খেদমতে অক্লান্ত ত্যাগে সমগ্র মুসলিম মিল্লাত উপকৃত হয়েছে। সত্য সন্ধানী মানুষেরা চিরকাল তাঁর জ্ঞানসমুদ্র থেকে নানাভাবে উপকৃত হতে থাকবে। ওরশে প্রধান অতিথি ছিলেন ইফা বোর্ড অব গভর্নরের সদস্য ড. কফিল উদ্দিন সরকার সালেহী। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাবেক মেয়র এম মনজুর আলম। উদ্বোধক ছিলেন ড. মাওলানা আব্দুর রাজ্জাক কাদেরী। আলোচনায় অংশ নেন, মাওলানা সফিউল আলম নেজামী, অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নকশবন্দী, মাওলানা ড. ইউছুফ জিলানী, মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী, উপাধ্যক্ষ সহিদুল হক হোসাইনী, মাওলানা ইদ্রিস আনসারী, মাওলানা আব্দুস শুক্কুর আনসারী, মাওলনাা হাফেজ রুহুল আমীন, মাওলানা নূরুচ্ছাফা, অধ্যক্ষ মাওলানা রফিক উদ্দিন ছিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণ্ডামারায় স্কপ নেতৃবৃন্দের সাথে এসএস প্লান্ট কর্তৃপক্ষের বৈঠক
পরবর্তী নিবন্ধরামুতে দুই মোটর সাইকেল আরোহী নিহত