গাউসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালি থানা পূর্ব শাখার উদ্যোগে আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহের (রা.) সালানা ওরস ও বক্সির হাট ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মরহুম আবদুস চাত্তারের স্মরণ সভা গতকাল খাতুনগঞ্জ হামিদুল্লাহ খা জামে মসজিদে হাজি মুহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড গাউসিয়া কমিটির সেক্রেটারি নুরুল আজিম নুরু সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান ওয়েজিন ছিলেন ছোবহানিয়া আলিয়ার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, খায়ের মোহাম্মদ, মোহাম্মদ জাহেদ হোসেন, বাহাউদ্দীন মুন্না। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজি নুরুল হক, মুহাম্মদ ফেরদৌস, মুহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর, মুহাম্মদ সোলায়মান, মুহাম্মদ নুর আলী, জাবেদ ইকবাল, নুর আলম, লোকমান আলী রিটন, এডভোকেট সাইমুন, ফরিদ আহমদ, আবদুল আহাদ আল মামুন, নিজাম উদ্দীন চৌধুরী, নজরুল ইসলাম, মুহাম্মদ রাসেদ, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ সালাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লামা সৈয়্যদ তৈয়্যব শাহ (রাঃ) ইসলাম ও শরীয়ত ত্বরিকতের এক মহান দিকপাল। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা করে দেশ–বিদেশে ইসলাম ও সুন্নিয়তের যে খেদমত আন্জাম দিয়েছেন বিশ্ব মুসলিম কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে।