আল্লামা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা রাহমাতুল্লাহি আলাইহির ৩০ তম চন্দ্রবার্ষিকী ওরশ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার (ম.জি.আ) সভাপতিত্বে ৩১ ডিসেম্বর চট্টগ্রাম বিবির হাটস্থ গাউছিয়া সমিতি মহানগর খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ নূরুল আফসার, আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী, আলহাজ্ব এ.কে.এম বখতিয়ার, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, মাস্টার মোহাম্মদ ইসমাইল, মাস্টার আব্দুল হালিম ও মুহাম্মদ শাহজালাল প্রমুখ। আলোচকগণ বলেন, অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ) ইসলামী ও জাগতিক শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন তা বিরল। তাঁর হাতে গড়া ছাত্ররা আজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন পদে প্রতিধিষ্ঠিত হয়ে শিক্ষার আলো বিতরণ করে যাচ্ছে। সভাপতি আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদৌল্লাহ বলেন, আগামী ১৫ই জানুয়ারি সকাল ১০ টা হতে চট্টগ্রাম প্রেসক্লাবে কর্ণফুলী হলে আওলাদ রাসুল আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহি আলাইহির ৩০ তম চন্দ্রবার্ষিকী ওরশ উদযাপন উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।










