আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) বার্ষিক ওরশ আজ শুরু

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি তেলপারই সৈয়দবাড়ি দরবার শরীফের পীরে কামেল অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) ৩০তম দুই দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ আজ ও কাল দরবার শরীফে অনুষ্ঠিত হবে। ওরশ শরীফের প্রথম দিনের কর্মসূচিতে রয়েছে ফ্রি চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, কর্ণছেদন, খতমে গাউসিয়া শরীফ ও নাতে মোস্তফা (.) মাহফিল। ১৫ ডিসেম্বর ওরশের প্রধান দিবসের কর্মসূচিতে রয়েছে খতমে কোরআন, খতমে বোখারী ও মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (.), ওয়াজ মিলাদ কিয়াম ও মোনাজাত। সোমবার সমাপনী দিনে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। ওরশ শরীফে সকলকে অংশগ্রহণ করার জন্য সৈয়দবাড়ি দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপত্রিকা হকার পেল প্রবাসীর উপহার নতুন বাইসাইকেল
পরবর্তী নিবন্ধআর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে কর্মশালা আজ