গাউসিয়া কমিটি বাংলাদেশ আল দাইদ-শারজাহ্, ইউএই শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও আলা হযরত ইমাম অহমদ রেজা খান ফাজেল বেরলভী (রহ.) পবিত্র সালানা ওরশ এবং আওলাদে রাসূল (স.) হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহের (রহ.) মাসিক ফাতেহা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের আল দাইদ-শারজায় অনুষ্ঠিত ফাতেহা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.)। বিশেষ অতিথি ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মা.)। এতে উপস্থিত ছিলেন হাফেজ সেলিম, মো. আব্দুল ছবুর, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ জামাল, মোহাম্মদ এনাম, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ নওশাদ, মোহাম্মদ ইয়াছিন মিয়া, হান্নান ফেরদৌস, শওকত আলী, মোহাম্মদ মনছুর, হাবিবুল বশর, আলমগীর, ওসমান, শফিউল আজম। আরও উপস্থিত ছিলেন জানে আলম, আজম খান, আবদুল কাদের, মহিউদ্দীন, মো. ইয়াছিন, নুরুন্নবী, মো. মনসুর, সুফি নুরুল আমিন, মো. নাছির, মো. সরোয়ার, হাজী ইয়াকুব, ইয়াছিন তালুকদার, জসীম উদ্দীন, মো. শাহ্ জাহাজ সাহা, মো. মুছা, মো. আবছার, গোলাম মোস্তফা (আজম), মো. ইকবাল, মো. আলমগীর হোসেন, মো. হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












