আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) ওরশ আজ

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

পীরে কামেল উস্তাজুল উলামা অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর ২৯তম চান্দ্রবার্ষিকী ওরশ শরিফ আজ সোমবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ফটিকছড়ি জাফতনগরস্থ শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন মাজার শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন, খতমে গাউছিয়া, হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা ও মিলাদ মাহফিল। দরবারের সাজ্জাদানশিন সৈয়দ ফসিহুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠেয় মাহফিলে বিশিষ্ট উলামায়ে কেরাম ও পদস্থ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক থাকবেন। ওরশ মাহফিলে ভক্ত জনতাসহ আগ্রহীদের অংশগ্রহণের জন্য দরবারের মুন্তাজেম শাহজাদা সৈয়দ হাসানদ্দৌলা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধহযরত শাহ মনোহরের (রা.) বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে এবার মন্দিরে চুরি