আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহের (রহ.) সালানা ওরস আজ

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

আজ আওলাদে রসূল (সা.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ.)’র ওফাত দিবস উপলক্ষে আয়োজিত ৩২ তম সালানা ওরস মোবারক মাহফিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বার্মা, দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।

এছাড়াও আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন ঢাকা মুহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা, কায়েৎটুলী খানকাহ্‌এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, খিলগাঁও, টাঙ্গাইল, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, সিলেট, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জেলা/উপজেলাস্থ মাদরাসা ও খানকাহ্‌ শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য হুযুর কেবলা (রহ.)’র সালানা ওরস মোবারক মাহফিলে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টা হতে যোহর পর্যন্ত খত্‌মে কোরআন মজীদ, খত্‌মে বোখারী শরীফ, খত্‌মে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল

সাল্ল্লাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্ল্লাম, খত্‌মে গাউসিয়া শরীফ, বিকাল ৩টা হতে এশা পর্যন্ত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, তকরীর, জীবনী আলোচনা, সালাত ও সালাম, আখেরী মোনাজাত এবং বা’দ এশা তাবার্‌রুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাপের বাড়ি থেকে ছাগল এনে দিতে বলায় বিষপান, গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধগশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ঈদ পুনর্মিলনী