আল্লামা সাবির শাহ্‌ (মা.জি.আ) ঢাকায়, কাল স্বদেশের উদ্দেশে রওয়ানা হবেন

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বহুল প্রতীক্ষিত আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড প্রতিষ্ঠা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু, জামেয়া মহিলা মাদ্‌রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ সহজীকরণ, আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদ্‌রাসাগুলোকে নিয়ে প্রথমবারের মতো শিক্ষা প্রশাসক সম্মেলন, চট্টগ্রাম মহানগরীর ইমামগণকে নিয়ে বিশেষ সভায় আনজুমান কর্তৃক ইমাম একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা, আনজুমানের শতবর্ষ পূর্তি, মাসিক তরজুমানের সুবর্ণ জয়ন্তী, গাউসিয়া কমিটি বাংলাদেশচট্টগ্রামের থানা পর্যায়ে পুরস্কার প্রদান, গাউসিয়া কমিটি বাংলাদেশচিকিৎসক পরিষদ গঠন, দাওয়াতে খাইর কার্যক্রমকে আরও বেগবান করা, বহু অমুসলিমকে ইসলাম ধর্মে দীক্ষা দান, সহস্রাধিক লোককে সিলসিলাহ্‌এ আলিয়া কাদেরিয়ার সবক প্রদান এবং ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সহজ ভাষায় মুসল্লীদের গুরুত্বপূর্ণ নসিহতসহ ডজনখানেক মাদ্‌রাসামসজিদখানকা প্রতিষ্ঠা ও পরিদর্শন।

আওলাদে রাসুল, পীরএ বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.) এবারের বাংলাদেশ সফরে এসব কার্যক্রম সম্পন্ন করেন। এসব কারণে তাঁর এবারের সফর তাৎপর্যবহ। তাছাড়া তিনি তাঁর আওলাদে রাসুল সুলভ চারিত্রিক গুণাবলী, সাবলীল বক্তব্য এবং নানা দূরদর্শিতার কারণে জায়গা করে নিয়েছেন আশেকবৃন্দের হৃদয়ের গভীরে। উল্লেখ্য, গত ৩১ আগস্ট আরও দুইজন আওলাদে রাসুল সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ ও সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্‌ (মা.জি.)-কে সাথে নিয়ে আল্লামা সাবির শাহ্‌ (মা.জি.) বাংলাদেশে আসেন। ৩ সেপ্টেম্বর ঢাকায় এবং ৬ সেপ্টেম্বর চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.)-এ নেতৃত্ব দিয়েছেন। পীরএ বাঙাল হুজুর কেবলার নেতৃত্বে দুটো জুলুছই স্মরণকালের সেরা সফলতা অর্জন করেছে।

জুলুছগুলোতে নেতৃত্ব দানসহ বহুবিধ কর্মসূচি বাস্তবায়নের পর গতকাল মঙ্গলবার বিকালে আওলাদে রাসুলগণ ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যান। ঢাকায় তাঁদের সফরসঙ্গী হন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্‌রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলম। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওলাদে রাসুলগণ ঢাকা হতে স্বদেশের উদ্দেশে রওয়ানা হবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়নে ব্যয় বাড়লো ২৯১ কোটি ৭২ লাখ টাকা
পরবর্তী নিবন্ধ৭৮৬