নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান তালীমুল কুরআন মাদরাসায় গত মঙ্গলবার বাদে মাগরিব হেফাজতে ইসলাম বাংলাদেশের মরহুম আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা আহমদ শফী পুত্র ও রাঙ্গুনিয়া মেহেরিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা আনাছ মাদানী। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাছিরাবাদ মিসবাহুল উলুম মাদরাসার শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব, নাছিরাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন আফতাব, মাদরাসা দারুচ্ছাকাফা আল ইসলামিয়ার পরিচালক মাওলানা সরোয়ার আলম, জালালাবাদ তালীমুল কুরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হাফেজ মোস্তাক আহমদ, মাওলানা ওসমান কাসেমী, অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব বলেন, আল্লামা শাহ আহমদ শফী (রহ.) জাতির ক্রান্তিকালে যে ভূমিকা পালন করে গেছেন তা বাংলাদেশের ওলামা-মাশায়েখদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর দূরদর্শী চিন্তা কওমি মাদ্রাসার অগ্রযাত্রাকে বেগবান করেছে। আজ তাঁর শূন্যতা সমগ্র জাতি পদে পদে অনুভব করছে। প্রেস বিজ্ঞপ্তি।












