আল্লামা মো. ইকবাল ও রাশেদ আজগর চৌধুরী একাদশ জয়ী

মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় জিতেছে আল্লামা মো. ইকবাল একাদশ এবং আলহাজ্ব রাশেদ আজগর চৌধুরী একাদশ। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আল্লামা মো. ইকবাল একাদশ ২১ রানে হাজী রফিক আহমেদ একাদশকে পরাজিত করে। টসে জিতে আল্লামা মো. ইকবাল একাদশ ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে। দলের পক্ষে মিনহাজ উদ্দিন ১৩,মইনুল হোসেন ১২, ওমর হাসান ৩৯ এবং রায়হান আরাফাত ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ২৭। হাজী রফিক আহমেদ একাদশের শহীদুল ইসলাম এবং মেহেদী হাসান তুহিন ২টি করে উইকেট লাভ করেন। জবাবে হাজী রফিক আহমেদ একাদশ ২০ ওভার খেলে ৯ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে। ওপেনার মো. রোকন ৬৩,সালাউদ্দিন জুয়েল ২০ রান করেন। আল্লামা মো. ইকবাল একাদশের সাখাওয়াত হোসেন সাইমন ৩টি, মনজুরুল আলম এবং অংশুমান ঘোষ ২টি উইকেট পান। বিজয়ী দলের ওমর হাসান ব্যক্তিগত ৩৪ বলে ৩৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান।
দিনের দ্বিতীয় খেলায় আলহাজ্ব রাশেদ আজগর চৌধুরী একাদশ ৪৩ রানে আবদুর রশিদ একাদশকে পরাজিত করে। টসে জিতে আলহাজ্ব রাশেদ আজগর চৌধুরী একাদশ প্রথমে ব্যাট করে। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে তারা ১৬০ রান সংগ্রহ করে। দলের অধিনায়ক মাহবুবুল করিম মিঠু ৫২,সাব্বির হোসেন ৪৪,সাদিকুর রহমান ১২,ইনজামাম উল হক ১৩ এবং মনিরুল হক অপরাজিত ১৪ রান করেন। আবদুর রশিদ একাদশের শাহরিয়ার আলম মাহিম, তানভীর হোসেন নান্না এবং তানভীর সাদাত কিং প্রত্যেকে ২টি করে উইকেট নেন। জবাবে আবদুর রশিদ একাদশ ১৯.৫ ওভার ব্যাট করে ১১৭ রানে সবাই আউট হয়ে যায়। দলের পিয়ার মো. সৌরভ ২৮, আবু নেওয়াজ লিখন ৩৯ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩। আলহাজ্ব রাশেদ আজগর চৌধুরী একাদশের মো. ইরফান এবং ওমর ফারুক ৩টি করে এবং ইনজামামুল হক ২টি উইকেট পান। বিজয়ী দলের মাহাবুল করিম মিটু ৩৩ বলে ৫২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব রাশেদ আজগর চৌধুরীর কন্যা ফারহা মোরশেদ।

পূর্ববর্তী নিবন্ধঢাকা তৃতীয় বিভাগ ফুটবলে কল্লোল সংঘের জয়
পরবর্তী নিবন্ধস্বাধীনতা ক্রীড়া চক্র সিক্সে সাইড ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন