আল্লামা মুফতি অছিয়র রহমানের সহধর্মিণীর ইন্তেকাল

| রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সহধর্মিণী সৈয়দা জাহানারা বেগম গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বায়েজিদ জালালাবাদ কুলগাঁওস্থ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়ে, জামাতাসহ বহু আত্মীয়-গুণগ্রাহী রেখে যান। সৈয়দা জাহানারা বেগমের নামাজে জানাজা গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কুলগাঁওস্থ খলিল শাহ্‌ (র:) এর মাজার প্রাঙ্গণে অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের ইমামতিতে অনুষ্ঠিত হয়। সৈয়দা জাহানারা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমো. কামাল উদ্দীন
পরবর্তী নিবন্ধরমজানে গ্যাস-বিদ্যুৎ-পানি সরবরাহ নিশ্চিত করতে সুজনের অনুরোধ