আল্লামা ফরহাদাবাদী (ক.) স্মারক সেমিনার কাল

| শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

গাউসুল আজম মাইজভাণ্ডারীর অন্যতম খলিফা আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (.) এর ৮০তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ‘আল্লামা ফরহাদাবাদী (.) স্মারক সেমিনার’ কাল শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার হলে (ষষ্ঠ তলা) অনুষ্ঠিত হবে। আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদা সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সেমিনারে প্রধান অতিথি থাকবেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (.জি.)। সেমিনারে সবাইকে অংশগ্রহণ করার জন্য আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে কাজী মাওলানা হাবিবুল হোসাইন, শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী ও শাহজাদা সৈয়দ ফয়সাল আবেদীন ফারহান ফরহাদাবাদী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ‘লিঙ্গভিত্তিক সহিংসতার’ বিরুদ্ধে নৌ-প্রচারণা
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক সমপ্রীতি রক্ষার আহ্বান