আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহ.) এর তিনদিনব্যাপী প্রথম বার্ষিক ওরশ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। ওরশের প্রথম দিনের কর্মসূচিতে ছিল ফ্রি চিকিৎসা সেবা ও খতনা ক্যাম্প। গুলজারে হাশেমী ট্রাস্ট ও আন্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে বায়েজিদ জালালাবাদ কুলগাঁওস্থ দরবারে হাশেমিয়া আলিয়ায় আয়োজিত ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন শাহ্জাদা অধ্যক্ষ কাযী মুহাম্মদ আবুল বয়ান হাশেমী (মা.জি.আ.)। এ উপলক্ষে অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল বয়ান হাশেমী বলেন, ওলী-বুজুর্গদের জীবন মিশনই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গীত থাকা। আলোচনায় অংশ নেন শাহ্ আমানত হজ কাফেলার চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইয়াছিন, মাওলানা কাজী আবুল এহসান হাশেমী, মাওলানা কাজী আবুল বোরহান হাশেমী, আন্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাহবুব আলম, তৌহিদুল কাদের চৌধুরী, মোহাম্মদ হোসেন কোম্পানি, জামাল কোম্পানি, মোহাম্মদ কাদেরী, ইলিয়াস কোম্পানি, মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ। আজ শনিবার ওরশ শরীফের দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে বাদ জোহর খতমে কোরআন, খতমে বোখারী, খতমে গাউছিয়া, বাদ এশা মিলাদ মাহফিল।
হাটহাজারী : মাদার্শা বীর মুক্তিযোদ্ধা মাস্টার ওবাইদুল হক চৌধুরীর পরিবারবর্গের ব্যবস্থাপনায় এবং এ জে এম হোসাইন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহঃ) এর ১ম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব আবুল কাশেম নূরী। কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী এতে সভাপতিত্ব করেন। এ জে এম হোসাইন চৌধুরীর সঞ্চালনায় ওরশে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট আবদুর রশিদ দৌলতি। অতিথি ছিলেন নজির আহাম্মদ, মুহাম্মদ ইসমাইল, শাহজাদা নুরুল কবির চৌধুরী, এরশাদুল আলম, মহিউদ্দিন ঈমন, মাওলানা মুহাম্মদ এনামুল হক এনাম ক্বাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।