আল্লামা নাদেরুজ্জামান শাহ’র (রহ.) বার্ষিক ওরশ ১১ অক্টোবর

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:০৯ অপরাহ্ণ

হযরত শাহসুফি আল্লামা নাদেরুজ্জামান শাহ’র (রহ.) দুইদিনব্যাপী বার্ষিক ওরশ আগামী ১১ ও ১২ অক্টোবর চন্দনাইশ বরকলস্থ বাইনজুরি দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

ওরশের কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন, খতমে গাউসিয়াসহ বিভিন্ন খতম, হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা, মিলাদ মাহফিল, আখেরি মুনাজাত ও তাবারুক বিতরণ। মাহফিলে সভাপতিত্ব এবং দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন বাইনজুরি দরবার শরিফের মুন্তাজেম পীরজাদা শাহসুফি মাওলানা আবদুল হাই মুহাম্মদ আসাদুজ্জামান খান (মজিআ)। ওরশ মাহফিলে দরবারের ভক্ত অনুরক্তসহ সবাইকে অংশগ্রহণের জন্য বাইনজুরি দরবার শরিফের নায়েবে মুন্তাজেম শাহজাদা আবদুল হাই মুহাম্মাদ আরিফুজ্জামান খান ও শাহজাদা আবদুল হাই মুহাম্মদ আনিসুজ্জামান খান অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ২২নং এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন